Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) লোকবল নিয়োগে দুর্নীতির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে আর কোনো বাধা থাকল না।

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান জানান, আপিল বিভাগ সাদেক হোসেন খোকার করা আবেদন খারিজ করে দেওয়ায় এখন বিচারিক আদালতে চলবে এই মামলাটি।

নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের উপপরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে ২০১০ সালে ২৯ জুন ডিসিসির সাবেক মেয়র খোকাসহ ১৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন সাদেক হোসেন খোকা। এ আবেদনের শুনানি নিয়ে ২০১২ সালের ৩০ মে হাইকোর্ট খোকার আবেদন খারিজ করে দেন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিলে যান খোকা। সোমবার আপিল বিভাগ খোকার আবেদন খারিজ করে দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালে ১৮ অক্টোবর ডিসিসির তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ কর্মকর্তা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে একদিনে ৪৯ জন কর্মচারী নিয়োগ দেন। ওই ৪৯ কর্মচারী একই দিনে মৌখিক পরীক্ষা, নিয়োগপত্র এবং চাকরিতে যোগদান করেন।