সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
ভারতের অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাজ্যজুড়ে ভারি বর্ষণের সঙ্গে সঙ্গে এ বজ্রপাত হয়।
প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাজ্যের কৃষ্ণ, গুন্টুর, পূর্ব গোদাবাড়ি, প্রকাশম ও নেলোড় জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে এ প্রাণহানি হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বজ্রপাতে নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।