জামাল উদ্দিন, রাঙামাটি : ডেল্টা পরিকল্পনা ২১০০ প্রণয়নের লক্ষ্যে সোমবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক কর্মশালা। সকাল ১০টায় রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটে শুরু হওয়া কর্মশালায় জেলার বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজের নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃত্ব, এনজিও কর্মকর্তা, উন্নয়ন ও সামাজিক নেতা এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের উর্দ্ধতন কর্মকর্তা মফিদুল ইসলাম, প্রকল্প পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাজমুল হাসান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান।
কর্মশালায় মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে দীর্ঘ মেয়াদে বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা ২১০০ প্রণীত হতে যাচ্ছে। নেদারল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে।পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের ঐক্যমত্যের ভিত্তিতে দেশের জন্য পানিসম্পদ ও খাদ্য নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি কাঠামো প্রণয়ন করে তা বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণ করা। পরিকল্পনায় দেশের তিন পার্বত্য জেলাকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। এতে কাপ্তাই লেকের সুষ্ঠু রক্ষণাবেক্ষন, ব্যবহার উপযোগী, মৎস্য উপাদন বাড়ানো, বনজ সম্পদ উন্নয়ন, জুমচাষ, কৃষি, খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।