কামরুল হাসান, ঠাকুরগাঁও, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০১৫ : সদর উপজেলার আক্চা ইউনিয়নের ফাড়াবাড়ীতে ২২ বছরের এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। রোববার রাত ৮টার দিকে ফাড়াবাড়ী ডিগ্রী কলেজের পার্শে¦ লিচু বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ডাক্তারী পরীা সম্পন্ন করেছেন। প্রত্যদর্শী ও পুলিশ জানায়, রোববার রাতে চাচার বাসা থেকে নিজের বাসায় যাচ্ছিল ওই যুবতী। এসময় ফাড়াবাড়ী ডিগ্রী কলেজের সামনে এসে পৌঁছলে ওই ইউনিয়নের দণি বঠিনা গ্রামের বাঠু মোহাম্মদের ছেলে জমসের আলী তাকে পথরোধ করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক কলেজের পার্শ্বে লিচু বাগানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ ওই যুবতীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক জমসের পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ রাতেই ওই যুবতীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন ধর্ষিতার পরিবার। আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার রায় জানান, ধর্ষনের খবর পেয়ে তাৎণিকভাবে পুলিশকে জানানো হয়। এছাড়াও ধর্ষনের ঘটনার তার পরিবারকে মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেডিকেল পরীক্ষার জন্য যুবতীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।