সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেসরকারি হাসপাতালগুলো যদি নিয়মিত বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন এর লক্ষ্যে বিশেষ ক্যাম্প পরিচালনা করে তাহলে দেশের দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের পক্ষ্যে সহজ হবে।
সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু শিবির-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। কিন্তু বিপুল জনগোষ্ঠী অধ্যুষিত দেশে সরকারের একার পক্ষে জনগণের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়। তাই বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির বিষয়টি আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, গ্রামাঞ্চলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গ্রামে চিকিৎসক রাখার চেষ্টা করছি। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশে কমিউনিটি ক্লিনিক চালু করেছে।
দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রায় ৮০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০০ জনের চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নরুল হকসহ ২৫ জন চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করেন।