Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
বগুড়ার শাহজাহানপুরে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্রসহ ইনসান আলী (৩০) নামের এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে শহরতলীর রানীরহাট জোড়া মন্ডলপাড়া এলাকার মোকলেছার রহমানের ছেলে ও উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ ইউনিট ও স্থানীয় কৈগাড়ী ফাঁড়ি পুলিশের একটি যৌথ দল শাহজাহানপুর উপজেলার শহরতলীর জোড়া এলাকায় অভিযান চালিয়ে একটি খুটি তৈরির কারখানার থেকে ইনসানকে আটক করে । এসময় তার দেহ তল্লাশি করে ৭দশমিক ৬ বোরের ১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল,১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ১শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।

পরে তাকে ব্যাপক জিজ্ঞাসা বাদে ও তার দেয়া তথ্যমতে দ্বিতীয় দফায় ভোর রাতে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায় । এসময় সেখান থেকে উদ্ধার করা হয় ১টি ৯এমএম বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও তার ৬রাউন্ড গুলি, ৪ রাউন্ড শর্টগানের গুলি, ১৩টি দশমিক ২ বোর রাইফেলের গুলি এবং ১০টি ধারালো অস্ত্র ।

ডিবি পুলিশের ইন্সপেক্টর আমিরুল জানান,অস্ত্রধারী ইনসান- এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ,মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ একটি অপরাধী চক্রকে নিয়ন্ত্রণে রেখে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল । সম্প্রতি এলাকার শ্যামকো কোম্পানির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।