সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত মাসের বোমা হামলার ঘটনায় গ্রেফতার দুইজনের একজন ওই ঘটনার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
দায় স্বীকার করা ওই সন্দেহভাজনের নাম ইউসুফ মিরালী। গত সপ্তাহে তাকে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তের নিকটবর্তী একটি স্থান থেকে গ্রেফতার করা হয়।
থাই পুলিশের মুখপাত্র প্রাউত থাভর্নসিরি জানিয়েছেন, ‘আমরা তাকে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানিয়েছি। সে এ ঘটনার দায় স্বীকার করেছে এবং জবানবন্দী দিয়েছে।’
তবে সে কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। তার কাছ থেকে প্রাপ্ত পাসপোর্টে তার জাতীয়তা লেখা আছে চীনা এবং জন্মস্থান লেখা আছে জিনজিয়াং। সে উইঘুর মুসলিম সম্প্রদায়ের সদস্য বলে দাবি করছে।
গ্রেফতারকৃত অপরজন হচ্ছে আদম কারাদাগ। একই মামলায় তার বিরুদ্ধেও অভিযোগ দেয়া হয়েছে।
এদের কেউই ধর্মীয় কারণে বোমা হামলা চালায়নি বলে ধারণা করছে পুলিশ। তবে তারা দুইজনই যে বোমা হামলা চালিয়েছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত।ব্যাংকক বোমা হামলায় সন্দেহভাজনের দায় স্বীকার