সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা: নতুন পে-স্কেল বাস্তবায়নে ২০১৫-১৬ অর্থবছর থেকে বেতন বাবদ সরকারকে গুণতে হবে ২৩ হাজার ৮২৮ কোটি ১৭ লাখ টাকা।
নতুন এ স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বেড়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। বেড়েছে অবসর ভাতা, চালু হচ্ছে বৈশাখি ভাতাও।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই পে-স্কেলের অনুমোদন দেওয়া হয়। সকাল দশটার দিকে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর দুইটায়।
এরপর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
সচিব বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে ২০১৫-১৬ অর্থবছর থেকে বেতন বাবদ সরকারের ২৩ হাজার ৮২৮ কোটি ১৭ লাখ টাকা ব্যয় হবে। এতে আগের ব্যয়ের সঙ্গে আরও ১৫ হাজার ৯০৪ কোটি ২৪ লাখ টাকা অতিরিক্ত ব্যয় যোগ হবে বলে জানান তিনি।
পাশাপাশি মূল বেতনের ২০ শতাংশ করে বাংলা নববর্ষে ভাতা দেওয়া হবে ধর্ম-বর্ণ নির্বিশেষ সরকারি সকল কর্মকর্তা-কর্মচারীকে।
পাশাপাশি অবসরপ্রাপ্তরা এখন থেকে ৯০ শতাংশ হারে পেনশন পাবেন। এমপিওভুক্ত শিক্ষকরাও এ পে-স্কেলের সুবিধা পাচ্ছেন।
সব মিলিয়ে এ বিপুল অংকের টাকা ব্যবস্থাপনায় সরকারের খুব একটা সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, এবার রাজস্ব আয় বেশি হয়েছে, পরের বছর আরও বেশি হবে বলে আশা করা যাচ্ছে। তাই পে-স্কেল বাস্তবায়নে সরকারকেও বেশি বেগ পেতে হবে না।
ঘোষিত স্কেলের মূল বেতন ১ জুলাই-২০১৫ থেকে এবং ভাতাগুলো ১ অক্টোবর-২০১৬ থেকে কার্যকর হবে বলে জানান সচিব।
ঘোষিত এ পে-স্কেলে গ্রেড অনুযায়ী বেতন বেড়েছে ৯১ থেকে ১০১ শতাংশ। এতে নতুন পে-স্কেলের অধীনে সর্বোচ্চ গ্রেড বা প্রথম গ্রেডের মূল বেতন হবে ৭৮ হাজার টাকা (ফিক্সড)। ২য় শুরু হবে গ্রেড ৬৬ হাজার টাকা থেকে। এছাড়া ৩য় গ্রেড ৫৬ হাজার ৫০০ টাকা থেকে, ৪র্থ ৫০ হাজার টাকা থেকে, ৫ম ৪৩ হাজার টাকা থেকে, ৬ষ্ঠ ৩৫ হাজার ৫০০ টাকা থেকে, ৭ম ২৯ হাজার টাকা থেকে, ৮ম ২৩ হাজার টাকা থেকে, ৯ম ২২ হাজার টাকা থেকে, ১০ম ১৬ হাজার টাকা থেকে, ১১তম ১২ হাজার ৫০০ টাকা থেকে, ১২তম ১১ হাজার ৩০০ টাকা থেকে, ১৩তম ১১ হাজার টাকা থেকে, ১৪তম ১০ হাজার ২০০ টাকা থেকে, ১৫ তম ৯হাজার ৭০০ টাকা থেকে, ১৬তম ৯ হাজার ৩০০ টাকা থেকে, ১৭তম ৯ হাজার টাকা থেকে, ১৮তম ৮ হাজার ৮০০ টাকা থেকে,১৯তম ৮ হাজার ৫০০ টাকা থেকে এবং ২০তম বা সর্বনিম্ন গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে শুরু হবে।
নতুন কাঠামো অনুসারে মূল বেতন ১ জুলাই, ২০১৫ থেকে এবং ভাতাগুলো ১ অক্টোবর, ২০১৬ থেকে কার্যকর হবে বলে জানান মোশাররাফ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান ও অর্থ-বিভাগের কর্মকর্তা ড. মোহাম্মদ আলী খান।