Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

71 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা: খ্যাতির কোন কমতি নেই ডেভিড বেকহ্যামের । ফুটবল খেলে আলো ছড়িয়েছেন পুরো বিশ্বে। হয়েছেন বিভিন্ন পন্যের মডেল। সামাজিক কাজকর্মেও তাঁর রয়েছে বেশ সুনাম। আর সর্বশেষ অভিনয়ের খাতায় নাম লেখালেন সাবেক এ ইংল্যান্ড মিডফিল্ডার।

গাই রিচির পরিচালনায় ‘নাইট অব দ্যা রাউন্ডটেবিল’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন বেকহ্যাম। ছবিটিতে ঠকবাজ এক নেতার চরিত্রে দেখা যাবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এ তারকাকে। আগামী বছরের জুলাইয়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে বেকহ্যাম বলেন, ‘আমার জানা মতে এর আগে অনেক স্পোর্টসম্যান ও সেলিব্রেটিরা অভিনয় করেছেন। তবে তাদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাবও পড়েছিল। এটি আসলে কঠিন একটি কাজ। যেখানে অভিনেতাকে প্রচুর দক্ষ ও শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। তবে এখনই আমি নিজেকে এই পেশায় ঠেলে দিতে চাই না। এর জন্য প্রচুর অধ্যাবসায়ের প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘তবে এখন পর্যন্ত যতটুকু হয়েছে আমি তা নিজের সর্বোচ্চ দিয়েই করার চেষ্টা করেছি। আর এই চলচ্চিত্রে যদি আমি সমালোচিতও হই তবে সইতে পারবো।’

এদিকে বেকহ্যাম জানিয়েছেন, ছবির পরিচালক রিচি তার কাজের প্রশংসা করেছেন।