Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

74 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
মানবতাবিরেধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যদণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় রাখা হয়েছে।

সুপ্রিমকোর্টের ওয়েব সাইড থেকে সোমবার এ তথ্য জানা গেছে। এ মামলাটি আপিলের ৭ নম্বর তালিকায় শুনানির জন্য রাখা হয়েছে। সেখানে লেখা হয়েছে- ‘মতিউর রহমান নিজামী বনাম চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে মামলাটির আপিল শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে গত ১৮ আগস্ট আপিল শুনানির প্রস্তুতির জন্য আদালতের কাছে সময় চান নিজামীর আইনজীবীরা। সেদিন তার পক্ষে এ আবেদনটি জমা দেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।

এ মামলার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে আবেদনটি করা হয়েছিল। এর আগে নিজামীর করা আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্য রাষ্ট্র এবং আসামি উভয়পক্ষকে নির্দেশ দেন আদালত। মামলার সারসংক্ষেপ জমা দেয়ার পর নিয়মানুযায়ী আপিল শুনানি শুরু হওয়ার কথা।

২০১৪ সালের ২৩ নভেম্বর দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন নিজামী।