Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

75সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের এমপি একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে উন্নয়ন কর্মকা-ে বাঁধাগ্রস্তসহ বিভিন্ন বিষয়ে হয়রানির অভিযোগ তুলেছেন নোয়াখালী-৬ আসনের সরকার দলীয় নারী এমপি আয়েশা ফেরদাউস। তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্ত করার পাশাপাশি বিভিন্নভাবে হেনস্তা করছেন এমন অভিযোগ তোলেন নারী এমপি। সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।

নোয়াখালীর উন্নয়নে ভাটা পড়েছে অভিযোগ করে আয়েশা ফেরাদাউস বলেন, তাকে হেনস্তা করতে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী ব্যবহার করছেন সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমকে। বিএনপি থেকে বহিষ্কৃত নবম সংসদের স্বতন্ত্র এমপি ফজলুল আজিম তার পরিবারের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী মোহাম্মদ আলী নোয়াখালী-৬ আসনের তিন বারের নির্বাচিত এমপি। ২০০৮ সালের নির্বাচনে ব্যাংক ঋণের কারণে তিনি নির্বাচন করতে না পারায় নিজেই নির্বাচন করেন। ওই নির্বাচনে তার বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করেন ফজলুল আজিম। নির্বাচনে ভোট জালিয়াতি করে ২২ হাজার ভোট বেশী দেখিয়ে তাকে পরাজিত করা হয়। পরবর্তীতে উচ্চ আদালতের সরণাপন্ন হলে তার পক্ষেই রায় আসে। কিন্তু রায় পেতে পেতে নতুন নির্বাচনের সময় হয়ে এলে তিনি আর এমপি হতে পারেননি। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে সরকারি দলের টিকিটে নির্বাচন করে এমপি নির্বাচিত হন তিনি। তখন থেকেই ফজলুল আজিম তার ও তার পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হন বলে অভিযোগ করেন।

ফজলুল আজিমের এ কাজে নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের এমপি একরামুল করিম চৌধুরী সহযোগিতা করছে অভিযোগ করে আয়েশা ফেরদাউস বলেন, ওই এমপির ছত্রছায়ায় ফজলুল আজিম তার স্বামী মোহাম্মদ আলীকে ডাকাতদের গডফাদার বানানোর চেষ্টা করছে। অথচ ফজলুল আজিম নিজেই বিভিন্ন ডাকাতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা মামলা জড়িত। বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে বলে জানান তিনি।