Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
nnnখোলাবাজার : বাংলাদেশ জাতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর একটি প্রতিনিধি দল সংগঠনের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরের নেতৃত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে দ্রুত কার্যকর করার দাবিতে বাংলাদেশ জাতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ কে স্মারকলিপি প্রদান করেন।
৭ সপ্টেম্বর সোমবার বিকালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হোসেন তালুকদার, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মোঃ শাহজাহান মন্ডল, মোঃ জাহিদ হাসান, পিনাকি দাস, আব্দুল হামিদ, মোঃ মাহবুবুর রহমান আজাদ, মোঃ জিয়াউর রহমানসহ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ জাতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে অবহিত করেন, গত ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে তথ্যমন্ত্রী বরাবর প্রেস কাউন্সিলকে কার্যকরের দাবিতে স্মারকলিপি প্রদান করেন এবং ২০-৩০ মে একই দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষর প্রেরণ করেন।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস কাউন্সিল দ্রুত কার্যকর করা হলে মফস্বল সাংবাদিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ সংগঠনের সকলকে স্বাগত জানিয়ে বলেন, প্রেস কাউন্সিল কার্যকর করার জন্য এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কাজ করে চলেছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।
(খোলাবাজার/জিএম)