Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫ : রাজধানীর ভাটারা থানা এলাকায় দেয়ালচাপা পড়ে এক কিশোর মারা গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রবিউল আউয়াল (১৬)।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, সকালে বারিধারার নূরেরচালা কাঁচা বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির দেয়ালের পাশে ট্রাকে করে বালু ফেলার কাজ চলছিল। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে পথচারী রবিউল চাপা পড়ে। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।