বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫ : ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা শনিবার সকাল ১১টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছে। একইসঙ্গে শনিবার সারাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
টানা দুই দিন আন্দোলন শেষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি হতে এ কর্মসূচি ঘোষণা দেন বেসরকারি বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা।এরপরও যদি সরকার দাবি না মানেন তাহলে সারাদেশে আন্দোলন তীব্রতর করার ঘোষণা দেয়া হয়েছে।
এদিকে ‘ভ্যাট দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, শিক্ষার্থীদের নয়’ জাতীয় রাজস্ব বোর্ড-এনবি আর এর এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, এর ফলে কার্যত আমাদের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হলো না। এটি সান্ত্বনামূলক কথা। শিক্ষার্থীরা এনবি আরের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।