বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫ : রাজশাহী শহরের সবচেয়ে বড় পশুর হাটে এবার দেখা নেই ভারতীয় গরুর। বিগত বছরগুলোতে যে হাট সয়লাব ছিল ভারতীয় গরুতে, এখন কি দেশি গরু দিয়েই জমজমাট।
তবে ভারত থেকে গরু না এলেও এসেছে প্রচুর মহিষ। আর এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন গরু ব্যবসায়ী ও খামারিরা। তাঁরা বলছেন, আমদানি-নির্ভরতা কমিয়ে দেশি গরু খামারিদের উদ্বুদ্ধ করা গেলে দেশি গরু দিয়েই দেশের পশুর চাহিদা মেটানো সম্ভব। সে সঙ্গে বর্তমানে যে সংখ্যক গরু মজুদ আছে, তাতে ভারতীয় গরু না এলেও পশু সংকট হবে না এবারের ঈদে।
তবে বরাবরের মতো এবারও গরুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ