বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫ : স্মার্ট কার্ড নকল করা যাবে না বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।
বৃহস্পতিবার ফেনীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দেশে বর্তমানে ৯ কোটি ৮০ লাখ লোক নির্বাচন কমিশনে নিবন্ধিত উল্লেখ করে তিনি বলেন, নিবন্ধিত সকলে জাতীয় পরিচয় পত্রধারী।
“সরকার জাতীয় পরিচয় পত্রধারীদের জন্য বিশেষ স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমে দেশের সকল নিবন্ধিত ব্যক্তি স্মার্ট কার্ড পাবেন।
“এই স্মার্ট কার্ডে নিরাপত্তা ব্যবস্থা এতটাই সুরক্ষিত থাকবে যে, যে কেউ ইচ্ছে করলেই নীলক্ষেত থেকে স্মার্ট কার্ডটি নকল করতে পারবে না।”
নতুন করে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
নিখুঁত ও নির্ভুল ভোটার তালিকা তৈরিতে নির্বাচন কমিশন দায়বদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
ভুলতথ্য দিয়ে যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবে তাদের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ার করেন।
তথ্যদাতার বয়স ভালভাবে খেয়াল করে ফরম পূরণের নির্দেশ দেন মাটকর্মীদের।
১৮ বছরের কোনো নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়ে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়ারও পরামর্শ দেন তিনি।
মহিলা ভোটারদের তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য ক্ষেত্র বিশেষে মহিলা ডাটা এন্ট্রি অপারেটর ব্যবহার করতেও নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন জাবেদ আলী।
ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার ফেনী পৌরসভার প্যানেল মেয়র বাদল হাজারী, জেলা নির্বাচনী কর্মকর্তা মোজাম্মেল হক, ফেনী প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক নাজমুল হক শামীম প্রমুখ।