বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
ভ্যাট প্রত্যাহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, আরোপিত ভ্যাট প্রত্যাহারের কোনো কারণ নেই। এটি রাজস্ব আয়ের ভালো উৎস।
বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ সব কথা বলেন।
ভ্যাট প্রত্যাহারের কোনো কারণ নেই মন্তব্য করে তিনি বলেন, এ ভ্যাট শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে না। পরিশোধ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এজন্য তাদের উচিত হবে না শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানো।
ভ্যাটের পক্ষে যুক্তি দিতে গিয়ে মুহিত বলেন, আমি ২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গবেষণা চালিয়েছি। এতে দেখা যায় একজন শিক্ষার্থী প্রতিদিন গড়ে এক হাজার টাকা খরচ করে। আর আমি দাবি করলাম এ প্রতি হাজারে ৭৫ টাকা।
তিনি আরও বলেন, ভ্যাট রাজস্বের একটি ভালো উৎস। আমাকে তো রাজস্ব আহরণ করতে হবে। এজন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। আর এ রাজস্ব আয়ের দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে গ্রামের কৃষকরা।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা তাৎক্ষণিক অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ কার্যত শিক্ষার্থীদের ওপরই ভ্যাট আরোপ করা। কারণ, বিশ্ববিদ্যালয় তো শিক্ষার্থীদের কাছ থেকে নিয়েই সরকারকে ভ্যাট দেবে