Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার সময় একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারধাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পারধাই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ (২৫), বাগধাহ গ্রামের আসাদুল (৩৫) ও উল্লাপাড়া কলেজের প্রভাষক রফিকুল ইসলাম (৪৫)।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর মহাসড়ক দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ এসে যানবাহন চলাচল শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালুকদার পরিবহনের একটি বাস পাবনা থেকে সিরাজগঞ্জ রোড এলাকায় যাচ্ছিল। বাসটি পারধাই এলাকা পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি পাশের একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এর দুই যাত্রী নিহত হন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে