বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির ২ মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ৯টায় গুলশানের বাসা থেকে আজ বকশিবাজারের বিশেষ আদালতের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে খালেদার।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে আজ মামলা দুটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে