বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫ : যুক্তরাষ্ট্রে অসাবধানতাবশত ছয় সপ্তাহ বয়সী শিশুকন্যাকে মদ্যপান করিয়ে বেকায়দায় পড়েছেন শিশুটির বাবা-মা। ভদকার মতো উচ্চমাত্রার মদ শরীরে প্রবেশ করায় ওই শিশুটির শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনা নিয়ে তুমুল দাম্পত্য কলহ দেখা দিয়েছে শিশুর বাবা-মায়ের মধ্যে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন প্রদেশে সোমবার এ ঘটনা ঘটেছে।
স্থানীয় যে হাসপাতালে ওই শিশুটিকে ভর্তি করা হয়েছে, ওই হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, ছয় মাস বয়সী শিশুটির রক্তে তারা ০.২৯৪ ভাগ অ্যালকোহল পেয়েছেন।
উইসকনসিনের কেনোশা পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টিই ঘটেছে অসাবধানতাবশত। দুর্ঘটনার দিন নিবায়ে নামের শিশুটিকে খাওয়ার জন্য রান্নাঘরে তার মা বোতলে পানিভর্তি করেন। কিন্তু তারপর তিনি রান্নাঘর থেকে বেরিয়ে যান। এ সময় ওই শিশুর বাবা রান্নাঘরে যান এবং পানির বোতলে ভদকা ঢালেন, তারপর বোতল রান্নাঘরে রেখে তিনি বাইরে আসেন। এ সময় শিশুর মা রান্নাঘরে গিয়ে ওই বোতল থেকেই দুই আউন্স পরিমাণ পানীয় মিশিয়ে খাবার তৈরি করে শিশুটিকে খাওয়ান। এরপরপরই শুরু হয় ওই শিশুর শ্বাসকষ্ট। দ্রুত বাবা-মা ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রক্তে অ্যালকোহল পাওয়া যায়। তবে শিশুটি এরই মধ্যে সুস্থ হয়ে উঠৈছে।
পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, এ ঘটনার পর ওই শিশুর বাবা-মা পরস্পরকে দোষারোপ করা শুরু করেন এবং এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। আপাতত তাদের কিছু বলা হয়নি। তবে এ ঘটনায় তাদের বিরুদ্ধে অ্যালকোহল আইনে ব্যবস্থা নেয়া হবে।