Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
কমনওয়েলথ ইয়ুথ গেমসের পঞ্চম আসরে সাফল্যের মুখ দেখেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। আর্চারির একটি ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের তামিমুল ইসলাম।

এছাড়া আর্চারিতেই বালিকা বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছেন বাংলাদেশের নন্দিনী স্বপ্না।

বাংলাদেশ আর্চারি ফোডারেশনের সহ-সভাপতি শোয়েব চৌধুরী বৃহস্পতিবার এ তথ্য জানান।

পদক জেতায় তামিমুল ও নন্দিনীসহ গেমসে অংশ নেওয়া বাংলাদেশি ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় গত ৫ সেপ্টেম্বর শুরু হয়েছে কমনওয়েলথ ইয়ুথ গেমসের পঞ্চম আসর। শেষ হবে ১১ সেপ্টেম্বর।

এবারের আসরে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এক হাজার ক্রীড়াবিদ আর্চারি ছাড়াও সাঁতার, অ্যাথলেটিকস, টেনিস, ভারোত্তলনসহ মোট নয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন