বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত কোচ নন, খণ্ডকালীন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার আর খণ্ডকালীন কোচ নয়, মামুনুলদের জন্য নিয়মিত একজন কোচ রাখার দিকেই হাঁটতে যাচ্ছে। এর অর্থ, ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে সম্পর্ক আর বাড়াচ্ছে না বাফুফে। পরিবর্তে বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে ইতালিয়ান ফ্যাবিও লোপেজকে।
গত কয়েকদিনের ঘটনা পরম্পরা এমনই ইঙ্গিত দিচ্ছে। ডি ক্রুইফের আচরণ আর পছন্দ হচ্ছে না বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের। আবার ইতালিয়ান ফ্যাবিও লোপেজও গভীর দৃষ্টি রাখছেন বাংলাদেশের ফুটবলের ওপর। বুধবার রাজধানীর একটি হোটেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে আগ্রহ দেখিয়েছেন ফ্যাবিও লোপেজ।
এর আগে মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ-জর্ডান ম্যাচটিও দেখেছেন এই ইতালিয়ান কোচ। এমনকি অস্ট্রেলিয়ার পার্থে গিয়ে দেখেছেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটিও। এই দুই ম্যাচের ভুলগুলো পর্যবেক্ষণ করে বাফুফে সভাপতিকে একটি প্রতিবেদনও নাকি দিয়েছেন বাফুফে সভাপতির কাছে।
লোপেজের দৌড়ঝাঁপ আর ফুটবলপাড়ায় গুঞ্জন, সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই ইতালিয়ানই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন কোচ। যদিও এ ব্যাপারে বিশদ কিছু বলতে চাইলেন না কাজী সালাউদ্দিন। তবে জানা গেছে, আজই (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ডি ক্রুইফ বাফুফের সঙ্গে সম্প্রতি খুব ভালো একটা আচার-আচরণ করছেন না। যে কারণে তার ওপর খুব একটা সন্তুষ্ট নন কাজী সালাউদ্দিন। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে পাওনা টাকার দাবিতে মামুনুলদের অনুশীলন করাতে আপত্তি জানিয়েছিলেন কোচ। এরপর অস্ট্রেলিয়া ও জর্ডানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাঁকে তাই আবারও খণ্ডকালীন দায়িত্ব দিতে চাচ্ছে না বাফুফে।
আজ সকালেই দেশের বিমান ধরার কথা রয়েছে ক্রুইফের। গতকাল (বুধবার) রাতে ডি ক্রুইফ দেখা করেছেন বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়ালের সঙ্গে। সেখানেই হয়তো আভাসটা পেছেন তিনি।
বাংলাদেশের কোচ হতে আগ্রহী লোপেজ এর আগে ইতালিয়ান ক্লাব এএস রোমার একাডেমির দায়িত্বে ছিলেন। এছাড়া লিথুয়ানিয়ার ক্লাব এফকে বাঙ্গা গারজদাই, মালয়েশিয়ার সুপার লিগের দল সাবাহ এফএ এবং ইন্দোনেশিয়ার প্রিমিয়ার লিগের দল পিএসএমএস মাদানের কোচ ছিলেন