Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
গত ৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কোচের পদ থেকে মারভান আতাপাত্তু সরে দাঁড়িয়েছেন। এরপর থেকেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এসএলসি নতুন কোচের সন্ধানে। সম্ভাব্য কোচের তালিকায় চন্ডিকা হাথুরুসিংহের নাম থাকার কথা জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে হাথুরুসিংহে নিজেই জানিয়েছেন, স্বদেশ থেকে কোচ হওয়ার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি। তাঁর ভাবনাজুড়ে এখন শুধুই বাংলাদেশ।

অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে। গত কয়েকদিন এ বিষয়ে কোনো কথা বলেননি বাংলাদেশের কোচ। অবশেষে বৃহস্পতিবার মুখ খুললেন তিনি। জানালেন, ‘আমি একজন পেশাদার কোচ। কোথাও চাকরির সুযোগ সৃষ্টি হলে আমার নাম আসতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার। তবে এসএলসি থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আমি পাইনি বা কারো সঙ্গে আমার যোগাযোগও হয়নি।’

আপাতত মন দিয়ে বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করাই তাঁর প্রধান লক্ষ্য। এ দেশকে ভালোবেসেও ফেলেছেন শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলা হাথুরুসিংহে, ‘বাংলাদেশে কাজ করতে পেরে আমি খুশি। এখন আমার ভাবনাজুড়ে শুধুই বাংলাদেশ দল। নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে চাই।’

অবশ্য শ্রীলঙ্কা থেকে ভবিষ্যতে ডাক পেলে চিন্তা-ভাবনা করবেন বলে জানিয়েছেন হাথুরুসিংহে, ‘নিজের দেশে কোচিং করাতে কার না ভালো লাগে! তবে সেটা হতে হবে সঠিক সময়ে। বাংলাদেশে এখন আমি সুখেই আছি। খেলোয়াড়, কর্মকর্তা, বোর্ড পরিচালক থেকে শুরু করে সবাই আমাকে সহযোগিতা করছেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।’

২০১৪ সালের মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া হাথুরুসিংহে আগামী বছরের জুন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ।