Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। বাতাসে ভেসে বেড়াচ্ছিল বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হচ্ছেন ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। অবশেষে তাই হলো।

বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন কোচ হিসেবে লোপেজের নাম ঘোষণা করেছে।
আগামী চার মাসের জন্য জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে কাজ করবেন তিনি। সেই হিসেবে আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত মামুনুলদের উন্নতির জন্য কাজ করবেন লোপেজ।
বুধবার থেকেই গুঞ্জন ছিল ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের স্থলাভিষিক্ত হচ্ছেন ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। বৃহস্পতিবার বিকালে সেই আনুষ্ঠানিকতা সেরেছে বাফুফে।
খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার খুব বেশিদূর টানতে পারেননি তিনি। কারণ, হাঁটুর ইনজুরি তার খেলোয়াড়ি জীবনে অকাল সমাপ্তি টেনে দেয়।
ইতালির জাতীয় দলে খেলা হয়নি লোপেজের। গোলরক্ষক হিসেবে খেলেছেন ক্লাব লেভেলে। তবে কোচ হিসেবে ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি।