Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20150910_124540বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
হুমায়ুন কবির রানীশংকৈল, ঠাকুরগাঁও : ১০ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: ইক্ষু বিভাগের আয়োজনে রাণী-২ এ- এলাকার চাষীদের নিয়ে আখ রোপনে উৎসাহিতকরণে চাষি মিটিং পালিত হয়। আগাম আখ চাষের সুবিধা জমিতে প্রচুর রস থাকে মাটিতে সম্মান জনক তাপমাত্রা বিরাজ করে ক্ষরা ও বন্য প্রতিরোধ করতে পারে অধিক কুশি গঁজায়, পোকা মাকরের আক্রমন কম হয়, জমিতে তেমন ফাঁকা জায়গা থাকে না। আমাদের এলাকায় আখ চাষের মাটি বেশ উপযোগী যার ফলে আখের ফলনে আমরা লাভবান হতে পারি। বাংলাদেশ সরকার আখ চাষের প্রতি গুরুত্ব দিয়ে আসছেন। কারণ আখের মাধ্যমে চিনি, গুড়, আমাদের দেশে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহা ব্যবস্থাপক (কৃষি) মোঃ সিরাজুল ইসলাম, ডিজিএম (সম্প্র) আব্দুল কাদের, রাণীশংকৈল সাব জন প্রধান মোঃ হুমায়ুন কবির (ডেপুটি ম্যানেজার সম্প্র) এবং কেন্দ্রের সকল কর্মচারীবৃন্দ।

স্থানীয় আখ চাষী ইকবাল, ইব্রাহিম, মাহাতাব, হাফিজ ও মুসা সহ অনেকে উপস্থিত ছিলেন। সরকারের এমন আখ রোপনের উদ্যোগকে কৃষক সম্প্রদায় একটি যুগোপযোগী কাজ বলে মন্তব্য করেন।