
খোন্দকার গোলাম মোর্ত্তজা আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি‘র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসাবে বক্তব্য রাখছিলেন। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বক্তব্য রাখেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য ক্বারী আবু তাহের, দপ্তর সম্পাদক মোঃ মুছা, প্রচার সম্পাদক রাজু আহমেদ, শ্রমিক শাখার আহ্বায়ক মনির হোসেন, মহিলা শাখার আহ্বায়ক শাহিন আক্তার পপি, সদস্য সচিব দেওয়ান দিলরুবা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারন সম্পাদক হুমায়ন কবির বেপারী প্রমুখ।
আলোচনা সভার পূর্বে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি‘র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র্যালির কর্মসূচী প্রশাসনের অনুমতি না দেয়ার কারনে বাতিল হয়ে যায়।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। এ গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস চলবে না। বহুদলীয় গণতন্ত্রের জন্যেই স্বাধীনতার সংগ্রাম। সুতরাং স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনা জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের কোন বিকল্প নাই। তিনি বলেছেন, অপশক্তির মদদে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অধিষ্ঠিত সরকারের কাছে জাতি গণতন্ত্র আর আইনের শাসন প্রত্যাশা করে না। গণজাগরণ অথবা গণঅভ্যূথানের মাধ্যমেই চলমান অচল অবস্থা থেকে দেশকে মুক্তি দেয়ার কোন বিকল্প পথ খোলা নাই।
মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, সরকারের গণবিরোধী অবস্থান ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপরাজনীতি বাংলাদেশের জন্য অভিশাপ বয়ে আনছে। এ অবস্থা থেকে দ্রুত উত্তরণে সকল দলের অংশগ্রহনে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নাই। আগামী বাংলাদেশে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আদর্শের ভিত্তিতে রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে।
খোলাবাজার/জিএম