খোলাবাজার ঃ শিক্ষক ও শিক্ষার্থীদের দাবিকে ‘ন্যায়সঙ্গত’ উল্লেখ করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের দিকটি বিবেচেনায় নিয়ে অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এনপিপি’র চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু ও মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছেন।
এনপিপির বিবৃতিতে বলা হয়, পে-স্কেলে বেতন বৈষম্য নিরসনসহ চারদফা দাবিতে শিক্ষকরা লাগাতার কর্মসূচি শুরু করেছেন। তাদের কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয় এবং কলেজের ১৪ লক্ষ শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষা হুমকির মুখে পড়েছে। তাই শিক্ষকদের প্রতি বিনীত আবেদন, এই আন্দোলনের ফলে কোনোক্রমেই যেন সেশনজটের সৃষ্টি না হয়, সেদিকটিও বিবেচনায় রাখতে হবে।
বিবৃতিতে এনপিপি নেতৃদ্বয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর থেকে আরোপিত ৭.৫% ভ্যাট প্রত্যাহার করে তাদের দাবি মেনে নিয়ে ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
খোলাবাজার/জিএম/এমজিএম.