খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি নিজেই।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি বলেন, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে সরকারের চলমান কার্যক্রম বন্ধ রাখতেই তাকে এই হুমকি।
প্রতিমন্ত্রী বলেন, বুধবার (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তার অফিসের সবুজ রঙয়ের টেলিফোনে ফোন করে এই হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, ‘আমাকে ফোন করে বলা হয়, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে ঘাটাঘাটি করবেন না এর পরিণাম ভালো হবে না। আপনি চুপ থাকেন। এ প্রসঙ্গে তারানা হালিম তাদের বলেন, আপনারা হুমকি দিয়ে আমার কাজ বন্ধ করতে পারবেন না। আমার প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। আমার পেছনে প্রধানমন্ত্রী আছেন। আমার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে।
তিনি বলেন, সবুজ টেলিফোনে হুমকি দিয়েই ক্ষান্ত হননি। তারা তাদের হুমকি কার্যক্রম এখনও চালিয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগত মোবাইল ফোনেও ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে।
তারানা হালিম বলেন, আমি বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব) ওই বিষয়ে তদন্ত করছেন।