Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
নদী খননের সুবিধার্থে শিমুলিয়া-চরজানাজাত নৌরুটে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বি আইডব্লিউটিসি) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা বিষয়টি জানিয়েছেন।

বি আইডব্লিউটিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শিমুলিয়া-চরজানাজাত নৌরুটে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে বি আইডব্লিউটিসির রো রো ফেরি চলাচল বন্ধ ছিল। শুধু কে-টাইপ ফেরি দিয়ে সীমিত আকারে ফেরি সার্ভিস চালু আছে। চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করার জন্য ড্রেজিং শুরু হয়েছে। দ্রুত ড্রেজিংয়ের কাজ সমাপ্ত করার লক্ষ্যে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ওই সময় সম্মানিত যানবাহন মালিক-চালক ও যাত্রীসাধারণকে বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য বি আইডব্লিউটিসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’