খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
কিশোরগঞ্জের যশোদলে মাদক সেবনে বাধা দেয়ায় এক অটোরিকসা চালককে হাত-পা ও চোখ বেঁধে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অটোরিকসা চালক শামীম ওই গ্রামের জাহাঙ্গির আলমের ছেলে।
তাকে আশংকাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল থেকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১টার দিকে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় শামীমের মৃত্যু হয় বলে তার চাচা জুবায়ের আলম জানান।
এলাকাবাসী জানায়, গত পরশু বাড়ির পাশে একটি ফিসারিতে বসে মাদক সেবন করছিল আমাটি গ্রামের জনি, আলামিন, শফিকসহ ৪ যুবক। এ সময় শামীম বাধা দিলে ওই চার যুবক তাকে মারপিট করে।
এ ঘটনার জের ধরে রাতে অটোরিকশা চালক শামীম শহর থেকে বাড়ি ফেরার পথে জনি, আল আমিন ও শফিক তাকে ধরে নিয়ে যায় আমাটি গ্রামের কাছে একটি ফিশারিতে। এ সময় তাকে মারপিট করে হাত,পা ও চোখ বেঁধে গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতলে নিয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, শামীমের শরীরের ৮০ ভাগ অংশ পুড়ে গেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধীদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।