Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
গাজীপুরে শ্রীপুরে বি আরটিসি বাসচাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ঈমান আলীর ছেলে আব্দুর রশীদ (৫৪) ও অজ্ঞাতনামা নারী (৪৫)।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ণপুর বাজারে অপেক্ষমান যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। আহত হন তিনজন। দুর্ঘটনায় সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বি আরটিসির চালক পলাতক রয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম দু’জন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সড়ক চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে, ভোর সাড়ে ৬টায় কালিয়াকৈরের হরতকিরচালা এলাকায় ট্রাকের ধাক্কায় মইক্রোবাস ও অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন।