Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা-সৈয়দপুর রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনা করছে। বৃহস্পতিবার উড়োজাহাজ সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনাইটেড এয়ারওয়েজের অতিরিক্ত তিনটি ফ্লাইট প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ঢাকা থেকে বিকেল ৪টায় সৈয়দপুরের উদ্দেশে এবং সৈয়দপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এ ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে এবং সকাল ৮টা ৩৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি এই প্রতিষ্ঠান।