Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে এখন চলছে বিদায়ের পালা। অ্যাশেজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও অভিজ্ঞ ওপেনার ক্রিস রজার্স। কিছুদিন আগে অলরাউন্ডার শেন ওয়াটসন জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে আর খেলবেন না তিনি। এবার বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনও। ওয়ানডের পর টেস্ট থেকেও অবসর নিয়েছেন তিনি।

গত মার্চে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের ঠিক পরেই একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ৩৭ বছর বয়সী হ্যাডিন। এবার সরে দাঁড়ালেন টেস্ট ক্রিকেট থেকেও। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার পরই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন হ্যাডিন, ‘লর্ডসের পরই আমার উপলব্ধি হয়েছে। অস্ট্রেলিয়া দলে আমি অনেক ভালো সময় কাটিয়েছি। কিন্তু অ্যাশেজের ওই অভিজ্ঞতার পর আগের সেই উদ্যম পাচ্ছিলাম না। অবসরের সিদ্ধান্তটা তাই সহজেই নিতে পেরেছি।’

২০০১ সালে ওয়ানডে অভিষেক হলেও টেস্ট অভিষেকের জন্য অ্যাডাম গিলক্রিস্টের অবসর গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল হ্যাডিনকে। ২০০৮ সালে ৩০ বছর বয়সে তাঁর অভিষেক হয়েছিল টেস্ট ক্রিকেটে। ৬৬টি টেস্ট খেলেছেন হ্যাডিন। ইয়ান হিলি (১১৯), গিলক্রিস্ট (৯৬) ও রডনি মার্শের (৯৬) পর তিনিই অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলা উইকেটরক্ষক।