Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের সময় মকবুল ঢালী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বগইর বাসস্ট্যান্ড এলাকা থেকে মকবুলকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে একটি হাতকড়া উদ্ধার করা হয়েছে।

মকবুলের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার দীঘিরচর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে বগইর বাসস্ট্যান্ড এলাকায় ভুয়া পুলিশ সেজে হানিফ ভূঁইয়া নামের এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করছিলেন মকবুল। ওই সময় হানিফ ভূঁইয়ার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মকবুলকে ধরে গণধোলাই দেয়। পরে তাঁকে আশুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে মকবুলের সঙ্গে আরো পাঁচ-ছয়জন ছিল। তাঁরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, এ বিষয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।