Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29

কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২৮ বছর ধরে বিচ্ছিন্ন হয়ে রয়েছে একটি সেতু। ১৯৮৭ সালের বন্যায় সেতুর দুপারের সংযোগ সড়ক ভেঙ্গে গেলে পরবর্তিতে মেরামত না করায় ২ যুগ ধরে মুল সড়ক থেকে বিচ্ছিন্ন রয়েছে সেতুটি। এতে খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামের সাথে জাবরহাট ইউনিয়নের পশ্চিম পাড় এবং বোচাগঞ্জ উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জেলার পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নের আমসারা খালের উপর নির্মিত সেতুটি দিয়ে ১২টি গ্রামের কয়েক হাজার মানুষের পারাপার। কিন্তু সেতুটি বিচ্ছিন্ন হয়ে থাকায় পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়,স্বাধীনতার আগে নির্মিত সেতুটি ৮৭ সালের বন্যায় মূল সড়ক হতে বিচ্ছিন্ন হয়ে যায়, এরপর সেতুর সংযোগ সড়ক তৈরী না হওয়ায় এলাকাবাসী ভোগান্তিতে রয়েছে।

পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী তাজমিল খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি সেতুটি সরজমিনে দেখে এসে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া আমাদেও প্রতিনিধিকে বলেন, স্থানীয় এমপির সাথে কথা হয়েছে। দেরিতে হলেও সেতুর সংযোগ সড়ক মেরামতের কাজ শুরু করা হবে।