কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় আলহাজ্ব মোবারক আলী ও আলহাজ্ব জমিলা খাতুন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শক্রুবার চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন, আলহাজ্ব মোবারক আলী ও আলহাজ্ব জমিলা খাতুন চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুনির উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টী জাহিদুর রহমান, পৌর মেয়র রাজিউর রহমান রাজু, হাজিপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন সহ আরো অনেকে।
দিনাজপুর গাওসুল আযম (বিএনএসবি) চক্ষু হাসপাতালের আয়োজনে ও সাইটসেভার্স, ন্যাশনাল আই কেয়ার ও ব্র্যাক এর সহযোগীতায় উপজেলার হাজিপুর ইউনিয়ন পরিষদ কমপেক্স প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উলে¬খ্য,ক্যাম্পে ৭০ জন রোগীকে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয় এবং সাড়ে ৩০০ রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেয়া হয়।