খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
সরকারি সফরে ছত্তিশগড় রাজ্যে গেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সঙ্গে আছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী ড. রমন সিং।
হাইপ্রোফাইল সফর। স্বাভাবিকভাবেই তটস্থ সবাই, যেন পান থেকে চুন না খসে এমনই সাবধানতা। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জন্য রাখা পানির বোতলে পাওয়া গেল জ্যান্ত সাপের বাচ্চা। গত বুধবারের এ ঘটনা আলোড়ন ফেলেছে সারা ভারতে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা চিকিৎসক দলের এক সদস্যের প্রথমে ঘটনাটি চোখে পড়ে। তিনি দেখেন, দুই অতিথির জন্য রাখা পানির বড় বোতলে কিলবিল করছে একটি সাপের ছানা। সঙ্গে সঙ্গেই তিনি গোটা দলকে এ ব্যাপারে জানান।
বোতলজাত পানির বোতলে কীভাবে সাপ এলো, তা নিয়ে শোরগোল পড়ে যায়। ঘটনাচক্রে ওই পানির বোতল সরবরাহকারী প্রতিষ্ঠানটিও এক বিজেপি নেতার। ফলে গণমাধ্যমে এই ঘটনা সাড়া ফেলেছে বেশ।
ওই নেতা অবশ্য তাঁর প্রতিষ্ঠানের পানির বোতলে সাপ পাওয়ার ঘটনায় ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন! তবে এ ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে রাজ্যটির সরকার।