Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Lalmonirhatখোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় হাতকড়াসহ আনিচুর রহমান (৪০) নামে এক চাঁদাবাজকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আসামিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

আনিচুর রহমান শঠিবাড়ি বাজার এলাকার জসমুদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শঠিবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের জন্য ২ লাখ টাকা চাঁদা দাবি করেন আনিচুর রহমান। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুব আলী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেয় আনিচুর ও তার লোকজন।

এ ঘটনায় গত ২৫ আগস্ট প্রধান শিক্ষক ইউসুব আলী আদিতমারী থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সরওয়ার আলম একজন কনস্টবলসহ বৃহস্পতিবার রাতে শঠিবাড়ি বাজার থেকে আনিচুরকে গ্রেফতার করেন।‍

পরে হাতকড়া লাগিয়ে তাকে মোটরসাইকেলে তোলার সময় আনিচুরের লোকজন পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশকে চড়- ধাপ্পর মারা হয়। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল এসে তাদের উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আদিতমারী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, পুলিশের উপর হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।