খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
প্রতিনিয়তই নতুন নতুন গবেষণা করছেন বিজ্ঞানীরা। তথ্য-প্রযুক্তির এই যুগে তারা সবসময় আমাদের জীবনধারাকে আরও উন্নত করতে ব্যস্ত। এবার ডেঙ্গুকে প্রতিরোধ করা যাবে যে সকল খাবার খেয়ে তা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন টাইম্স অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছে। সেখানে যা বলা হয়েছে এখানে প্রকাশ করা হল-
একজন বিশেষজ্ঞের মতে, গিলোয় আমাদের শরীরের ইমিউনকে শক্তিশালী করে এবং পেঁপে পাতা ডেঙ্গু জ্বর দূর করতে সাহায্য করে। রাজধানী ভিত্তিক আগারওয়াল হোমিও ক্লিনিকের পঙ্কজ আগারওয়াল ডেঙ্গু থেকে বাঁচার জন্য কিছু ঘরোয়া উপায় জানিয়েছেন। আসুন তা জেনে নেয়া যাক-
১. গিলোয়:
এটি একটি ভেষজ ঔষধ। এটি আমাদের ইমিউন সিস্টেমের জন্য অনেক বেশী উপকারী। জ্বর নিরাময়ের জন্য এটি অত্যন্ত কার্যকরী। দুই-তিনটি গিলোয় এর ডাল নিয়ে খুব ভালভাবে পানি দিয়ে সেদ্ধ করে নিন। তারপর রোগীকে সেই পানি পান করতে দিন। এতে অনাক্রম্যতা দূর হবে।
২. পেঁপে পাতা:
পেঁপে পাতা শরীর থেকে ডেঙ্গু জ্বর দূর করে এবং এর ফলে শরীরে যে বিষাক্ত পদার্থের জন্ম হয় তা দূর করে। পেঁপে পাতার রস পান করার ফলে ডেঙ্গু খুব সহজেই নিরাময় হয়। এর ফলে প্লেটনেট কাউন্ট হ্রাস পায়।
৩. মেথি পাতা:
মেথি পাতা শরীরের ব্যথা কমাতে এবং প্রশান্তির ঘুম আনতে সাহায্য করে। এটি রোগীর রক্তচাপ ও হৃৎস্পন্দন ঠিক করতে সাহায্য করে।
৪. গোল্ডেন সিল:
এই ঔষধি ডেঙ্গু প্রতিরোধ করার সবচেয়ে কার্যকরী প্রতিকার। ডেঙ্গু রোগের সকল লক্ষণ এটি দূর করতে পারে। এটির রস পান করার পড়ে আপনার শরীর থেকে সকল প্রকারের ডেঙ্গুর ভাইরাস দূর হয়ে যাবে। এতে ডেঙ্গু রোগীর অনাক্রম্যতা দূর হয়ে যাবে।