Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
58প্রত্যেকটি সম্পর্কের মাঝে ঝগড়া-বিবাদ হয়। তবে ভালবাসার সাথে সে সকল কলহ দূর করতে হয়। দম্পতিদের মাঝে যখন ঝগড়া হয়, তখন একজনের অবশ্যই নত হতে হয়, নাহলে সম্পর্ক টিকে না। তেমনি এই দম্পতিদের মাঝে ঝগড়া হবার পর তাদের মিলনের মাধ্যম হয়েছে ইন্টারনেট।

আয়ারল্যান্ডের কাউন্টি মিথ থেকে ডেনিস রেলি গত সপ্তাহে তার পার্স খুলে যখন একটি কাগজ দেখেন তখন তিনি উভয় সঙ্কটের মুখোমুখি হন।অত্যন্ত রোমান্টিক ও সংক্ষিপ্ত বার্তা লিখা ছিল সেই কাগজে। সেখানে লিখা ছিল “ক্রিস্টি, সবসময় শুধু তুমি’ই ছিলে! আসো এবং আমাকে খুঁজে নেও-মেগান”।

ডেনিস স্পষ্টতই তখন অনেক আবেগে জড়িয়ে পড়ে এবং সে ঐ কাগজের লিখাটির ছবি তোলে এবং ফেসবুক এ পোস্ট করেন। সে ছবিটি পোস্ট করার সাথে একটি বার্তা প্রদান করে যে, ক্রিস্টি তুমি তোমার মরগানের কাছে চলে যাও।

এই পোস্টটি গত সপ্তাহে ১৬,০০০ বার শেয়ার করা হয়। অনেকেই তাদের একত্রিত করার এক প্রকার যুদ্ধে নেমে পড়েন। পরবর্তীতে ক্রিস্টি নিজে ডেনিশের কাছে বার্তা পাঠায় যে তিনি মরগানের সাথেই আছেন। তিনি মরগানের সাথে আবার একত্রিত হয়েছেন এবং ডেনিশের পোস্ট এর জন্য তাকে অনেক ধন্যবাদ জানায়।

আসলে তাদের ভালবাসার মাঝে কি হয়েছিল তা নিয়ে সকলের মাঝে ধুম্রজালের সৃষ্টি হয়। পরবর্তীতে ক্রিস্টি টুডে এফ এম এর কাছে এসে তাদের ভালবাসার গল্প শোনান।

ক্রিস্টি বলেন, মেগান তার এক্স-বান্ধবী ছিলেন। তাদের মাঝে দেড়-বছরের সম্পর্ক ছিল। প্রথম থেকেই তার আসল নাম জানার আগে সে তাকে মেগান বলে ডাকতেন। ক্রিস্টি একজন সুরকার। যখনি তার সাথে মেগানের দেখা হত তিনি তাকে গান শুনাতেন। তার জন্য একটি গান লিখেছিলেন তিনি, যার নাম ছিল “সবসময় শুধু তুমি”।

তাদের মাঝে ঝগড়া হবার পর একটি বিলের কাগজে মেগান ঐ কথাটি লিখেছিল। সে কাগজটি ক্রিস্টির কাছে যাবার কথা ছিল, কিন্তু সে তা পায়নি। তখন থেকে তাদের মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। ৬ মাস হয়ে যাবার পরও ক্রিস্টি তার নিকট না গেলে মেগান মনে করেন ক্রিস্টি তার থেকে দূরে যেতে চায়। এখন তারা দুইজন আবার যোগাযোগ শুরু করেছেন তবে এখনকার অবস্থা আগের মত নেই।–সূত্র: মেট্রো।