খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
জঙ্গি অর্থায়নের অভিযোগে কারাবন্দি ব্যারিস্টার শাকিলা ফারজানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন বলে জানা গেছে। শাকিলা ফারজানা কারাগরের নারী ওয়ার্ডের চতুর্থ তলায় বন্দি ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যারিস্টার শাকিলা ফারজানা খাবার হওয়ার পর কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হন। গত দুইদিন ধরে তার নিয়মিত মলত্যাগ হচ্ছিল না। প্রাথমিক চিকিৎসা দিয়ে সমস্যাটি গুরুতর মনে হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
শাকিলা ফারজানাকে মেডিকেলের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। গত ২০ সেপ্টেম্বর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছেন। গত ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে তিন আইনজীবীসহ তাকে গ্রেফতার করে র্যাব।