Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
83ফুটবলার ডেভিড বেকহাম ও গায়িকা ভিক্টোরিয়া বেকহামের বড় ছেলে ব্র“কলিন বেকহাম প্রেমে পড়েছেন। মেয়ে ফরাসি অভিনেত্রী ও গায়িকা সোনিয়া বেন আম্মার। বেশ কিছুদিন ধরেই এই ফরাসি সুন্দরীর সঙ্গে দেখা যাচ্ছে ব্র“কলিনকে। এমনকি তাঁর জীবনের রহস্য কন্যা হিসেবে সোনিয়ার একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্র“কলিন। এরপরই মিডিয়াগুলো হন্যে হয়ে এ মেয়ের নাম-পরিচয় খুঁজতে শুরু করে। তখনই জানা যায়, ব্র“কলিনের এ প্রেম পরিণয়ে গড়ালে সোনিয়াই হতে পারেন ফুটবলার বেকহামের ছেলের বউ!
বাবা ডেভিড বেকহাম একসময়ের নামজাদা ইংলিশ ফুটবলার, মা ভিক্টোরিয়াও প্রভাবশালী ব্রিটিশ ডিজাইনার, ব্যবসায়ী ও ‘স্পাইস গার্লস’ তারকা। এখন মা-বাবা দুজনেই আবার মডেলিংয়ের দুনিয়ায় ব্যস্ত। এমন বাবা-মা হলে সন্তানরা কি আর পিছিয়ে থাকবেন। কোনো কর্মকাণ্ড না থাকলেও তাঁরা ঠিকই উঠে আসবেন খবরের শিরোনামে। এই যেমন বেকহাম দম্পতির বড় ছেলে ব্র“কলিন। শুধু ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেই এই ছেলে হয়ে উঠেছেন ‘টিনএজ’ তারকা।
উঠতি মডেল ও আলোকচিত্রী ব্র“কলিনের সঙ্গে সোনিয়ার দেখা হয় এ বছরের শুরুতে মালদ্বীপে। সে সময় পরিবার নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলেন ব্র“কলিন। তাই স্বাভাবিকভাবেই সোনিয়া-ব্র“কলিনের বন্ধুত্বের ব্যাপারে শুরু থেকেই বেকহাম দম্পতি অবগত। ব্র“কলিন ও সোনিয়া দুজনেরই বয়স ১৬। তাঁদের মধ্যে কাজের দিক দিয়ে সোনিয়া বেশ এগিয়ে। এরই মধ্যে এ মেয়ে অভিনয় করেছেন দুটি ফরাসি ছবিতে। নিয়মিত কাজ করছেন মঞ্চে। পাশাপাশি গায়িকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। অন্যদিকে ইনস্টাগ্রামের জন্য ছবি তোলা ও পোস্ট করা ছাড়াও ব্র“কলিন বেশ কয়েকটি ম্যাগাজিনের প্রচ্ছদের মডেল হয়েছেন এবং চেষ্টা করছেন মা-বাবার খ্যাতির দ্যুতি থেকে বেরিয়ে স্বনামে প্রতিষ্ঠিত হতে।
হলিউডে সম্পর্কের স্থায়ীত্ব হয়ে থাকে ক্ষণকালের-ব্র“কলিন-সোনিয়াও যদি এই মন্ত্র অনুসরণ করেন তাহলে একে নিছকই ছেলেখেলা বলা যেতে পারে। কিন্তু প্রেমটা যদি ব্র“কলিনের মা-বাবার মতো গাঢ় হয়, তাহলে কোনো দ্বিধা নেই যে ফরাসি এ সুন্দরীই হতে পারেন বেকহাম-বধূ!