খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
চাঁদপুর জেলার কচুয়ায় এক লাখ টাকা চাঁদা আদায়ের পর আরো লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার বিকালে উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা গ্রামের নতুন গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় প্রবাসী কবির হোসেন (৫০), তার পুত্র লিমন (১৭), স্ত্রী লাকী বেগমসহ (৪০) ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কবির হোসেন ও লিমনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার কবির হোসেনের স্ত্রী লাকী বেগম জানান, তার স্বামী বিদেশ থেকে আসার পর স্থানীয় তকদির হোসেন, আবুল বাশার ও ছানাউল্লাহসহ বেশ ক’জন বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা সুযোগ খোঁজে। গত ৩০ আগস্ট একই গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তার স্বামী শ্লীলতাহানি ঘটিয়েছে এমন কাল্পনিক অভিযোগ উপস্থাপন করে পুনরায় চাঁদা দাবি করে।
তিনি আরো জানান, এ নিয়ে গত ৪ সেপ্টেম্বর সালিশ বৈঠকের কথা ছিল। কিন্ত স্থানীয় এই সন্ত্রাসীদের প্রভাবে সম্মানহানির আশঙ্কায় নিরুপায় হয়ে আমরা এক লাখ টাকা প্রদান করি। পরে তারা এ বিষয়ে আর কোনো সালিশ বৈঠক ডাকেনি।
লাকি বেগম বলেন, কিন্তু শুক্রবার বিকালে তকদির হোসেন, আবুল বাসার ও ছানাউল্লাহর নেতৃত্বে ২০-২৫ জন হঠাৎ করে আমাদের বাড়িতে এসে আরও এক লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা তা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের বাড়ি-ঘর ভাঙচুর করে, সবকিছু লুটপাট করে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে এবং আমার স্বামী, পুত্র ও আমাকে মারধর করে। আমাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
কচুয়া থানার ওসি তদন্ত মোঃ সামছুল হক ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা অনাকাক্সিক্ষত ও দুঃখজনক। হামলার পেছনে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।