খোলাবাজার২৪:শনিবার ১২ সেপ্টেম্বর:তোফাজ্জল হোসেনঃ গত ১২ সেপ্টেম্বর এডাব নরসিংদী জেলা শাখার বার্ষিক সাধারন সভা এস,কে,এস প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদএর সভাপতিত্বে অনুষ্ঠত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব এর ঢাকা বিভাগীয় সন্বয়কারী নুরুল আমীন।জসিম উদ্দিন জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অন্তরঙ্গ সমাজ কল্যাণ সস্থার নির্বাহী পরিচালক মতিউর রহমান ভুইয়া জাকির। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শাহজাহান মিয়া,রিয়াজুল ইসলাম সরকার,সৈয়দা মুনিরা পাঠান, ছফুরা বেগম, মোঃ আলী হোসেন,মোসলেমা জাহান,মিসেস সেলিনা জাহান প্রমুখ বিভিন্ন সংস্থার নির্বাহী পরিচালাকবৃন্দ।সাধারন সভায় সর্বম্মতিক্রমে আবু বাছেদকে সভাপতিএবং মতিউর রহমান ভুইয়া কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এডাব এর নতুন কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ২বছর তাদের দায়িত্ব পালন করবে।