খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর ডেমরা থানাধীন আইডিয়াল কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনায় ঘটে বলে জানিয়েছেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান।
তিনি জানান, ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকাল ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।