খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদের আগেই কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চালু হবে। শনিবার সকালে মাদারীপুর নতুন শহরে প্রত্যাশা প্রাইভেট হাসপাতালের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
শাজাহান খান বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীর আশপাশে ভাঙন দেখা দিয়েছে। নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘœ ঘটছে। নাব্যতা সৃষ্টির জন্য নদীতে খনন কাজ চলছে। এ কাজ শেষ হলে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুট চালু হবে। বিকল্প নৌ-রুট হিসেবে শরীয়তপুরের পালেরচর মঙ্গলমাঝি নৌরুট দিয়ে শিমুলিয়া ঘাটে পরীক্ষামূলক হিসেবে ২টি ফেরি চলাচল করছে।
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, সিভিল সার্জন দিলীপ কুমার দাস, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, পদ্মায় ড্রেজিংয়ের কারণে ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।