খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর রামপুরা থেকে ১০ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে পাচারকারী চক্রের তিন সদস্যকে। শিশুদের বয়স পাঁচ থেকে সাত বছরের মধ্যে।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামপুরার বনশ্রী এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। রামপুরা থানার এসআই মাহবুব হোসেন এসব তথ্য জানিয়েছেন।
মাহবুব হোসেন জানান, পাচারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে শিশুদের জড়ো করা হয়েছিল। শিশুদের শারীরিকভাবে নির্যাতনও করা হয়েছে। পাচারকারী চক্রের তিন সদস্য আটক হলেও বাকিরা পালিয়ে গেছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে। তারা অনেকেই নিজেদের সঠিক পরিচয় বলতে পারছে না। উদ্ধার হওয়া শিশুদের অভিভাবকদের শণাক্ত করার চেষ্টা চলছে। অভিভাবকদের পাওয়া গেলে শিশুদের আদালতের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।