Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে বলে মন্তব্য করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শনিবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের প্রত্যন্ত শাল্লা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সুরঞ্জিত।

তিনি বলেন, ‘বাংলাদেশকে যারা পাকিস্তান বানানোর স্বপ্ন এখনো দেখেন, তাদের দিন শেষ। এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার শেষ করবে।’

সরকার পূর্ণমেয়াদ ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার একটি আগেও নির্বাচন দেবে না সরকার। ২৫ বছর বাংলাদেশ বিরোধীরা শাসন করেছে, এবার জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধ হিসেবে প্রতিষ্ঠা পাবে।’

বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে আরো আগেই বাংলাদেশ উচ্চ আয়ের দেশে পরিণত হতো বলেও মনে করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

আওয়ামী লীগের এই জেষ্ঠ্য নেতা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনবৃদ্ধি প্রসঙ্গে বলেন, ‘বেতন যেভাবে বাড়ানো হয়েছে, জনগণকে সেবা দেওয়ার মানসিকতাও সেভাবে বাড়াতে হবে।’

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘জনগণকে কোন সময় পর্যন্ত সেবা দেবেন, কার্যালয়ের সামনেক লিখে রাখবেন। এতে জবাবদিহিতা তৈরি হবে।’

আগামী ২ বছরের মধ্যে দিরাই-শাল্লা সড়ক যোগাযোগের ব্যবস্থা করা, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া ও শাল্লা সদরকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্র“তি দেন সুরঞ্জিত সেনগুপ্ত।

এর আগে শনিবার বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে শাল্লায় পৌঁছান সুরঞ্জিত। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ড. জয়া সেনগুপ্ত, পুত্রবধু রাখি মৈত্রী সেনগুপ্ত ও নাতি শুভজিৎ সেনগুপ্ত। এবারই প্রথম পরিবারের সদস্যদের নিয়ে নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে গেলেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে বেশ উদ্দীপনা তৈরি হয়। সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী, পুত্রবধু ও নাতিকে দেখতে উপজেলা ডাকবাংলোতে ভীড় জমান স্থানীয়রা। পরে সুরঞ্জিত ও জয়া সেনগুপ্ত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

বিকেলে নেতা ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে শাল্লা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সুরঞ্জিত। এছাড়া শাল্লা কালি মন্দির, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও অডিটোরিয়াম উদ্বোধন করেন তিনি।

দিনভর সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা কলেজের অধ্যক্ষ আবদুস শহীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস, সাধারণ সম্পাক আলামিন চৌধুরী প্রমুখ।