Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
ঢাকার তিনটি আদালতের দৈনন্দিন কার্যতালিকা ও মামলা নিষ্পত্তি সংক্রান্ত তথ্য এখন থেকে মোবাইলে জানা যাবে। শনিবার এ সংক্রান্ত মোবাইল অ্যাপসের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বিচার বিভাগের কার্যক্রমের সমন্বয়, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আয়োজিত এক সেমিনারে এ মোবাইল অ্যাপসের উদ্বোধন করা হয়।
আদালতগুলো হচ্ছে- ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার ব্যবস্থাকে যুগোপযোগী করতে ও বিচারপ্রার্থীদের হয়রানি লাঘব এবং দ্রুত ও যৌক্তিক সময়ের মধ্যে মামলা নিস্পত্তির জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

বিচার ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় আনতে সুপ্রিমকোর্ট ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন সেবা চালু করেছে।
দেশের ২০০টি অধস্তন কোর্ট ও সুপ্রিমকোর্টের কার্যক্রম ও মামলা ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে বিচারপ্রার্থী, আইনজীবীসহ সংশ্লিষ্টদের দ্রুত সেবা প্রদানে আধুনিক তথ্য প্রযুক্তির বিভিন্ন সেবা ও কার্যক্রম চালু করা হয়েছে।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের ডাটাবেস তৈরি করা হচ্ছে। সম্প্রতি এ লক্ষ্যে আইন মন্ত্রণালয় থেকে একটি সার্কুলারও জারি করা হয়েছে। সারাদেশের জেলা ও দায়রা জজদের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে স্মারক পাঠানো হয়েছে।

দেশের আদালতসমূহে বছরের পর বছর অনিস্পন্ন থাকা মামলা নিস্পত্তির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ইতিমধ্যে সার্কুলারও জারি করেছেন প্রধান বিচারপতি।
সুপ্রিমকোর্টে সার্ভারসহ পূর্ণাঙ্গ ওয়েবসাইট স্থাপন করা হয়েছে। বিচার ব্যবস্থাকে আধুনীকায়ন এবং বিচারের দীর্ঘসূত্রিতা লাঘবে সহায়ক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।