খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোরবানির পশুর হাট ও পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে।
তিনি বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো ছাড় দেয়া হবে না। চাঁদাবাজ-সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় আনতে পুলিশে নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রামের লোহাগড়ায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
এর আগে চট্টগ্রামে এক সুধী সমাবেশে তিনি বলেন, পুলিশের সক্ষমতা বাড়াতে ইতিমধ্যে জনবল বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই পুলিশের ৫০ হাজার জনবল নিয়োগ করা হবে।
আসাদুজ্জামান খান বলেন, এরই মধ্যে ডিএমপিতে কিছু জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। পর্যায়ক্রমে সিএমপিসহ সব ইউনিটগুলোতে জনবল নিয়োগ শুরু হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাতকানিয়া-লোহাগড়া আসনের সংসদ সদস্য ড. নেজাম উদ্দিন আবু রেজা নদভী, চন্দনাইশ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এম হাফিজ আক্তার প্রমুখ।